অপরাধ ও বিচার

মানিকগঞ্জে ভুট্টার আড়ালে পপি চাষ, গ্রেপ্তার ১

মানিকগঞ্জের শিবালয়ে ভুট্টা খেতের আড়ালে পপি চাষ করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নূরুল ইসলামের (৪২) বাড়ি উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা গ্রামে।
চারপাশে ভুট্ট খেত, মাঝখানে চাষ হচ্ছিল পপি। মানিকগঞ্জের শিবালয়ের পুরান পয়লা গ্রামে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে ভুট্টা খেতের আড়ালে পপি চাষ করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নূরুল ইসলামের (৪২) বাড়ি উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা গ্রামে।

পপি গাছের ফল থেকে সংগ্রহ করা আঠা দিয়ে আফিম তৈরি হয়।

গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্থানীয়রা জানান, গ্রামে ভুট্টা খেতের মাঝে নিজের প্রায় ৬ শতক জমিতে প্রায় পপি চাষ করেছিলেন নূরুল ইসলাম। ওই জমিতে প্রায় ১০ হাজার চারা জন্মেছিল।

পপি চাষ করার অভিযোগে গ্রেপ্তার নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ডিবির পরিদর্শক আবুল কালাম বলেন, পপি গাছগুলো ধ্বংস করে আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলে, লোকচক্ষু আড়ালে ভুট্টা খেতের মাঝে আফিম চাষ হচ্ছিল। আফিম চাষের অভিযোগে নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Comments