সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই আসামির নাম মো. মিন্টু ওরফে হেলাল। তিনি উপজেলার মধ্যম বাগ্যা গ্রামের মৃত আরব আলীর ছেলে।
আজ রোববার সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার এড়াতে দীর্ঘ বছর পলাতক ছিলেন মিন্টু।
ওসি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
Comments