শরীয়তপুর

মাদকসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

অভিযুক্ত জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর মাদবর। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

স্থানীয় বড় গোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর মাদবরসহ (৩২) ৭ জনকে আসামি করে আজ বৃহস্পতিবার জাজিরা থানার এএসআই বেলাল হোসেন এ মামলা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত বুধবার রাতে জাজিরার বড় গোপালপুর ইউনিয়নের সূর্যমণি বাজারে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে ৪ পুলিশ সদস্য অভিযান চালান। এ সময় সাগর মাদবর সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালান।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জাজিরা থানার এএসআই বেলাল হোসেন ৩ পুলিশ সদস্যকে নিয়ে সূর্যমণি বাজারের বালুর মাঠে অভিযান চালান। অভিযানে তারা গাঁজাসহ  আরিফ মাদবর ও সবুজ মাদবরকে আটক করেন। 

পরে ইউনিয়ন যুবলীগ সভাপতি সাগর মাদবর কয়েকজন লোক নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান। 

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ মাদকসহ আসামি ধরলে মাদক চোরাকারবারিরা স্থানীয়দের নিয়ে ডাকাত ডাকাত বলে ধাওয়া করে গাঁজা ও আসামিদের রেখে দেয়।'

যুবলীগ নেতা সাগরের বাড়ি ওই ইউনিয়নের টেকেরকান্দি গ্রামে। তার নামে জাজিরা থানায় মারামারি, হত্যা চেষ্টাসহ অন্তত ৮টি মামলা আছে বলে জানা গেছে।

বর্তমানে সাগরসহ সব আসামি পলাতক আছে বলে পুলিশ জানিয়েছে।

জানতে চাইলে জাজিরা উপজেলা যুবলীগের আহ্বায়ক আতাউর রহমান মুকুল খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাগর মাদবর যে ঘটনা ঘটিয়েছে, তা যুবলীগের জন্য লজ্জাজনক। তার অপরাধ প্রমাণিত হলে, যুবলীগে তার জায়গা হবে না এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

7h ago