বন্দির জন্য মোবাইল ফোন, কারারক্ষী বরখাস্ত

Kashimpur-central-jail
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। স্টার ফাইল ছবি

দায়িত্ব পালনকালে বন্দির জন্য মোবাইল এনে দেওয়ায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার নাম মো. মাহফুজ হাসান রনি।

আজ শনিবার সকাল ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ওই কারারক্ষীকে শরীয়তপুর জেলা কারাগারে বদলি করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে সর্বপ্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান জানতে পারেন যে, কারাগারের বাইরে পূর্ব টাওয়ারে কর্তব্যরত কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাগারের ভেতরে ঢুকে কোনো একজন বন্দিকে একটি আন্ড্রয়েড মোবাইল দিয়ে আসেন। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

Comments

The Daily Star  | English

US starts war with Iran bombing key nuclear sites

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

2h ago