শ্রীপুরে ডাকাতের হামলায় ২ কনস্টেবল আহত

আহত পুলিশ সদস্যদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ডাকাত দলের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

আজ সোমবার ভোরে শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-শ্রীপুর থানার কনস্টেবল রুহুল আমীন ও সেলিম মিয়া।

শ্রীপুর থানার ডিউটি অফিসার এস আই সামিয়া রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বদনীভাঙা গ্রামের হাসিখালি ব্রিজে ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যদের ওপর ডাকাতরা হামলা করে।

জানতে চাইলে থানার উপপরিদর্শক এনায়েত কবির ডেইলি স্টারকে বলেন, 'থানার সহকারী উপপরিদর্শক আলিমের নেতৃত্বে মাওনা ইউনিয়নে টহল ডিউটিতে ছিলেন চার পুলিশ সদস্য। রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদে তারা জানতে পারেন যে, হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছে।'

পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে ডাকাতরা এলোপাতাড়ি কুপিয়ে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে গুরুতর আহত করে। 

পরে তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আজরিনা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, দুজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। 

উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি শাহ জামান ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। 

আটক রুবেল মিয়ার (২৭) বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

16h ago