চট্টগ্রামে হোটেল থেকে পোল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার

পাসপোর্ট অনুযায়ী, তিনি পোল্যান্ডের নাগরিক ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।
জিইসি এলাকায় দ্য পেনিনসুলা চট্টগ্রামের একটি কক্ষ থেকে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার জিইসি এলাকার একটি হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাসপোর্ট অনুযায়ী, তিনি পোল্যান্ডের নাগরিক ছিলেন এবং তার নাম জিদজিসোয়াহ মিশেল জেরিবা (ZDZISLAW MICHAL CZERYBA)।

তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তিনি চট্টগ্রামে পেশাগত কাজে গিয়েছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-দক্ষিণ) মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই বিদেশি নাগরিক ঢাকার বিগ স্টার বায়িং হাউসের কোয়ালিটি কন্ট্রোল অফিসার ছিলেন। চট্টগ্রামের তৈরি পোশাক কারখানা কেন্ট পার্কে তদারকি করতে গিয়েছিলেন তিনি।

ডেপুটি কমিশনার মুস্তাফিজুর রহমান বলেন, 'ওই বিদেশি গত ২৪ ফেব্রুয়ারি ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম এসে হোটেলে ওঠেন। আজ সকাল থেকে তার সাড়া না পাওয়ায় হোটেলের কর্মীরা ভেতরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান।'

তিনি বলেন, 'তার মাথার পেছনে এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে, যাতে মনে হচ্ছে এটি হত্যা হতে পারে। তার কক্ষে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।'

'সিআইডি, পিবিআই ও ডিবি পুলিশের ক্রাইম সিন এক্সপার্টরা ঘটনাটি তদন্ত করছেন,' যোগ করেন তিনি।

Comments