এসএসসি পরীক্ষার্থী স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীর ২ বছর কারাদণ্ড

আজ সোমবার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষার্থী স্ত্রীকে নকল সরবরাহের দায়ে স্বামীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।   

আজ সোমবার সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (২৩) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়নগর গ্রামের বাসিন্দা।

ইউএনও জানান, সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান পরীক্ষা চলাকালে এক যুবক তার স্ত্রীকে জানালা দিয়ে মুঠোফোনের মাধ্যমে নকল সরবরাহ করছিল। পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা উপজেলা ট্যাগ অফিসার তাকে হাতেনাতে আটক করেন। 

ইউএনও আরও বলেন, 'অপরাধ স্বীকার করায় পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের কারাদণ্ড দেয়।'

জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'দণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।'

Comments