মানিকগঞ্জে ৪৩ কেজি স্বর্ণসহ আটক ৫ জনের যাবজ্জীবন

পাঁচ আসামির উপস্থিতিতে আজ আদালতে রায় ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের তরা সেতু এলাকায় যশোরের বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৪৩ কেজি স্বর্ণসহ আটক ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এবং সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মানিকগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মথুর নাথ সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ইয়াহইয়া আমিন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শেখ আমীনুর রহমান ও শেখ জাহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মনিরুজ্জামান রনি ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জহিরুল ইসলাম তারেক।

মামলার নথি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৪ অক্টোবর সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা সেতু এলাকায় যশোরের বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালায় র‍্যাব। এ সময় পাঁচ যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে। 

পরে তাদের আটক করে তল্লাশি করলে তাদের কোমরে বাঁধা ব্যাগ থেকে ৪৩ কেজি ৭০ গ্রাম ওজনের ২২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন র‌্যাব-২ এর নায়েব সুবেদার মোকসেদ আলম বাদী হয়ে ওই ৫ জনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। 

২০২০ সালের ১৯ ফ্রেবুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। 

১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক আজ আসামিদের উপস্থিতিতে কারাদণ্ডের রায় দেন।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago