মৈত্রী এক্সপ্রেস থেকে ৫৫ স্বর্ণের বারসহ আটক ৮

মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ৫৫টি স্বর্ণের বারসহ ৮ জনকে আটক করেছে ঢাকা কাস্টমস ইন্টেলিজেন্সের একটি দল। আজ বুধবার দুপুরে কাস্টমসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ছবি: সংগৃহীত

মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ৫৫টি স্বর্ণের বারসহ ৮ জনকে আটক করেছে ঢাকা কাস্টমস ইন্টেলিজেন্সের একটি দল। আজ বুধবার দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. শাকিল খন্দকার এ তথ্য জানিয়েছেন।

এরা হলেন— মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬) ও মো. সুমন (৩৬)।

তিনি বলেন, সকাল সাড়ে ৬টায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং-৩১১০) কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টহল দল অভিযান পরিচালনা করে। সে সময় তাদের শরীর তল্লাশি করে ৫৫টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

কাস্টমস জানায়, তারা প্রায়ই ভারতে যেতেন।

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

1h ago