সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
ঢাকার সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত শহীদুল ইসলাম (২৪) সাভারের ছায়াবিথি এলাকার ফিউচার ডেন্টালে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে দুপুরে সাভার পৌরসভার ছায়াবিথীর আমতলা এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্ত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফিউচার ডেন্টালের মালিক মো. বেলাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১টার দিকে শহিদুল বাসা থেকে বের হয়ে ছায়াবিথীর আমতলা এলাকায় যায়। আধাঘণ্টা পর আমার কাছে খবর আসে যে শহীদুলকে কেউ ছুরিকাঘাত করেছে।'
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করে। পরে তাকে এনাম মেডিকেলে নেওয়া হয়।
বেলাল উদ্দিনের দাবি, শহীদুলের পকেটে একটি মোবাইল ফোন ছিল। ছিনতাইকারীরা সেটি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করতে পারে।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শহীদুলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করা হয়। আহতাবস্থায় দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।'
ওসি শাহ্ জামান বলেন, 'এক প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পেরেছি অজ্ঞাত যুবক শহীদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা ঘটনা তদন্ত করছি।'
Comments