ঢাকা-আরিচা মহাসড়কে দিনেদুপুরে ছিনতাইয়ের অভিযোগ

ভুক্তভোগী নেসলে কোম্পানির কর্মকর্তা মো. ইরাদাত হোসেন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 
সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী নেসলে কোম্পানির কর্মকর্তা মো. ইরাদাত হোসেন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

আজ বুধবার দুপুর ৩টার দিকে মহাসড়কে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে অভিযোগ করা হয়েছে। 

মো. ইরাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, 'কাভার্ডভ্যানে করে সাভারের থানা রোড এলাকার বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করে নবীনগর যাচ্ছিলাম। পথে কাভার্ডভ্যানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক মো. রাজিব বিপিএটিসির গেটের কাছে সেটিকে দাড় করান। মুহূর্তেই ছয়জন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ এসে আমাদের জিম্মি করে। পরে হুমকি দিয়ে আমাদের স্মার্টফোন এবং নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।'

তিনি আরও বলেন, 'প্রাণের ভয়ে আমরা বিপিএটিসির ভেতর ঢুকে যাই। পরে সাভার মডেল থানায় অভিযোগ করি।'

জানতে চাইলে সাভার মডেল থানার ওসি নয়ন কারকুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি৷ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।'

Comments