চাঁদা না দেওয়ায় হাজারীবাগে রিকশাচালককে হাতির আক্রমণ

ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে হাতির আক্রমণে একজন রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিগড়ে যাওয়া হাতিটি আক্রমণ করার আগে হেলাল মিয়া তার রিকশার পাশে দাঁড়িয়ে ছিলেন। হাতিটি চাঁদাবাজির কাজে ব্যবহার করা হচ্ছিল।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম সুমন জানান, চাঁদার টাকা না পাওয়ায় হাতিটি ওই রিকশাচালকের পেটে লাথি মারে ও শুঁড় দিয়ে আঘাত করে। তার পিঠেও গুরুতর জখম হয়েছে। রাতে তাকে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা গুরুতর।

ঘটনার পরপরই মাহুত হাতি নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে রিকশা চালকের স্ত্রী সালমা বেগম। তিনি জানান, তাদের বাড়ি সিলেট জেলায়। কামরাঙ্গির চর এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago