বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে শিশু হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কচুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন-ওই গ্রামের মো. আকবর শেখ (২৩) ও হিজবুল্লাহ শেখ (২৪)। 

জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

গত শুক্রবার বিকেলে কচুরিয়া গ্রামে দাদার বাড়িতে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয় ৫ বছর বয়সী শিশু আহসান উদ্দিন বিশ্বাস। ওই রাতেই শিশুর বাবা কামরুজ্জামান বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেন। 

পরদিন দুপুরে কচুরিয়া এলাকায় দাউদ শরীফের পানের বাগানের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

জমি ও পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয় বলে ধারণা করছে পুলিশ।
 

Comments