ভাসানচরে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা

পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।  
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মো. সুলতান (৫৫) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর  ক্লাস্টারের বাসিন্দা ছিলেন। 

বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে ক্যাম্পের ১১৬ নম্বর ক্লাস্টারে তাকে হত্যা করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারের বাসিন্দা সুলতান ১১৬ নম্বর ক্লাস্টারের খালি জায়গায় সবজি চাষ করতেন। 

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তার ছেলে তার জন্য দুপুরের খাবার নিয়ে যান। কিন্তু বাবাকে দেখতে না পেয়ে ছেলে খোঁজাখুজি শুরু করেন এবং সুলতানের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

ওসি কাওসার আলম বলেন, 'তাকে পেছন থেকে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।'      

Comments