অস্ত্র মামলার পর বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও খালাস ‘গোল্ডেন’ মনির

Golden Monir.jpg
মাদক ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মনিরকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

অস্ত্র আইনের মামলার পর বিশেষ ক্ষমতা আইনে করা মামলা থেকেও খালাস পেয়েছেন মনির হোসেন ওরফে 'গোল্ডেন' মনির।

মামলার প্রসিকিউটর জানান, সাক্ষীদের সাক্ষ্যে অসঙ্গতি থাকায় সাত কেজি অবৈধ স্বর্ণালংকার, বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা রাখার অভিযোগে দায়েরকৃত মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। 

গত ৫ মে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় দেন।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় মনিরকে খালাস দেন ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আসাদুজ্জামান।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'চারজন ব্যক্তি আদালতে জানিয়েছেন যে, স্বর্ণ, অস্ত্র এবং অন্যান্য জিনিস উদ্ধারের সময় তারা মনিরের বাসায় উপস্থিত না থাকলেও সাদা কাগজে (জব্দ তালিকা) সই করার জন্য তাদের চাপ দিয়েছিল র‌্যাব।'

তাছাড়া, প্রত্যক্ষদর্শী পুলিশ ও অন্য সাক্ষীদের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। তাই বিচারক আসামিকে খালাস দিয়েছেন বলেও জানান তিনি।

আপিলের বিষয়ে জিজ্ঞেস করলে প্রসিকিউটর জানান, পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেবেন।

 

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

40m ago