৮০০ টাকার জন্য শেকল দিয়ে কুকুরের সঙ্গে বেঁধে রাখা হয় রিকশাচালককে

রিকশাচালক রবিউলকে পায়ে শেকল দিয়ে একটি কুকুরের সঙ্গে বেঁধে রাখা হয়। ছবি: সংগৃহীত

সাভারে ৮০০ টাকার জন্য এক রিকশাচালককে মারধর করে কুকুরের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে এক ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত তেঁতুলঝোরা ইউনিয়নের ভরালি এলাকায় রিকশাচালক রবিউলকে পায়ে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিউলকে উদ্ধার করেছে পুলিশ।

সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রাসেল মোল্লা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী রবিউল ইসলাম (৪০) তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন এবং ঢাকার শ্যামলীতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

অভিযুক্ত মামুন তেঁতুলঝোরা ইউনিয়নের বারটেক গার্মেন্টসের পাশের একটি বাসায় থেকে ভরালি এলাকায় ভাঙারির ব্যবসা করেন।

ভুক্তভোগী রবিউল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আগে ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সে সময় মামুন আমার কাছে ৮০০ টাকা পেতেন।'

'ওই টাকার জন্য আমাকে তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে বেধড়ক মারধর করেন মামুন। পরে পায়ে শেকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে আমাকে বেঁধে রাখে। প্রায় ৭ ঘণ্টা বেঁধে রাখার পর পুলিশ এসে আমাকে উদ্ধার করে,' যোগ করেন তিনি।

পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

অভিযুক্ত মামুন দুপুরের পর থেকে পলাতক বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago