নারী অ্যাথলেটকে ধর্ষণের মামলায় জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

এক নারী অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আজ রাজধানীর মিরপুর ও শাহ আলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের এই মুখপাত্র জানান, এক নারী অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম নিউটনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি।
এ ঘটনায় আরেক নারীকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণের অভিযোগে এই থানাতেই মামলা করেছেন ওই নারী অ্যাথলেট। প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
জুজুৎসু হলো নিরস্ত্র অবস্থায় আত্মরক্ষার একটি জাপানি কৌশল।
Comments