সম্পাদক পদ ফেরত চেয়ে আদালতে ডিপজল

নিপুণ ও ডিপজল। ছবি: সংগৃহীত

ছয় মাসের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন মনোয়ার হোসেন ডিপজল।

আজ রোববার আইনজীবী এ কে খান উজ্জ্বলের মাধ্যমে পিটিশনটি দাখিল করেন তিনি। পিটিশনে বলা হয়েছে, তার বিরুদ্ধে শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের কোনো বৈধ অভিযোগ নেই।

এ কে খান উজ্জ্বল দ্য ডেইলি স্টারকে জানান, আপিল বিভাগের চেম্বার বিচারক আজ বিকেলে এই পিটিশনের ওপর শুনানি করতে পারেন।

গত ২০ মে ডিপজলকে আগামী ছয় মাসের জন্য শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সমিতির নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তদন্ত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।

একই সঙ্গে এই নির্বাচনের ফলাফল অবৈধ ঘোষণা করে কেন নতুন করে নির্বাচনের আদেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।

এই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে অভিনেত্রী নাসরিন আক্তার নিপুনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago