বাংলাদেশে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ ভারতীয়

‘কারাদণ্ডের মেয়াদ শেষে আজ তাদের ভারতে ফেরত পাঠানো হয়।’
কারাভোগের পর দেশে ফিরে গেছেন এই চার ভারতীয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশে তিন বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে চার ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

আজ রোববার সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর ফারুক মজুমদার জানান, ফেরত পাঠানো ভারতীয় নাগরিকরা হচ্ছেন—চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানা সদরের বার্মাজি কুমারের ছেলে সুনীল কুমার সানি (৪৭), একই এলাকার কালু পালের ছেলে রাম পাল (৫০), পশ্চিমবঙ্গ জেলা সদরের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমার (৫২) ও বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস (৪৮)।

ইমিগ্রেশন পুলিশ জানায়, ২০২১ সালে মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন চার ভারতীয়। অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন।

ওসি ওমর ফারুক মজুমদার বলেন, 'কারাদণ্ডের মেয়াদ শেষে আজ তাদের ভারতে ফেরত পাঠানো হয়। ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রহণ করেছে।'

Comments