গ্রেপ্তার আ. লীগ নেতাকে থানা থেকে ছিনতাই চেষ্টা: অজ্ঞাতনামাসহ ৬১৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৫

মোস্তাক শিকদারকে থানা থেকে ছিনিয়ে নিতে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে শৈলকূপা থানায় হামলা চালায় তার অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা।
থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। ছবি: স্টার

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে শৈলকূপা থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ১১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫০-৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, গতকাল রোববার রাতে শৈলকূপা থানায় মামলাটি দায়ের করা হয়।

মোস্তাক শিকদারকে গ্রেপ্তারের পর তাকে থানা থেকে ছিনিয়ে নিতে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে শৈলকূপা থানায় হামলা চালায় তার অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয় জন পুলিশ সদস্য রয়েছেন।

ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, 'রোববার বিকেলে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদে থানায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার আসামিদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শৈলকূপা থেকে পাঁচ জন ও কুষ্টিয়া থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

তিনি বলেন, 'বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।'

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

 

Comments