জামিন পেলেন পরীমনি

আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
পরীমনি। ফাইল ফটো স্টার

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদের দায়ের করা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে জামিন দিয়েছেন আদালত।

২০২২ সালের জুলাই মাসে পরীমনির বিরুদ্ধে হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা এবং হুমকির অভিযোগে মামলাটি করা হয়েছিল।

একই সঙ্গে তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার পরীমনি ও জিমি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন।

গত ১৮ এপ্রিল একই আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করে পরীমনি ও জিমিকে আজ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল।

এছাড়া আরেক আসামি ফাতেমা-তুজ-জান্নাত বনির বিরুদ্ধে মামলার তদন্ক কর্মকর্তা কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

চলতি বছরের ১৮ মার্চ ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. মনির হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

২০২১ সালের ১৪ জুন একই বছরের ৯ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় নাছিরসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। মামলাটি বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ বিচারাধীন।

 

Comments