বগুড়া কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি আটক

তারা হলেন, কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর, নরসিংদীর আমির হামজা, বগুড়ার কাহালুর মো. জাকারিয়া এবং বগুড়া সদরের ফরিদ শেখ।
পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ছবি: সংগৃহীত

বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর, নরসিংদীর আমির হামজা, বগুড়ার কাহালুর মো. জাকারিয়া এবং বগুড়া সদরের ফরিদ শেখ।

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতরাত ৪টার দিকে জেল সুপার আনোয়ার হোসেন আমাদের জানান যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি কারাগার থেকে পালিয়েছেন। তারপর তাদের আটক করতে আমরা অভিযান পরিচালনা করি।

জেল সুপার আনোয়ার হোসেন ডেইলি স্টারকে জানান, গতকাল রাতে এই চার আসামি পরিকল্পনা করে জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর রাতেই জেল পুলিশ এবং জেলা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদরের চাষিবাজার থেকে তাদের আটক করে। 

তবে ঠিক কখন, কীভাবে এই চার আসামি জেলা কারাগার থেকে পালিয়ে যান সে বিষয়ে বিস্তারিত জানাননি জেল সুপার।

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, পলাতক আসামিরা পৃথক হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়ে কারাভোগ করছিলেন।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

Comments