চট্টগ্রাম বিমানবন্দরে ৪৮০ কার্টন সিগারেটসহ ২ যাত্রী আটক

উদ্ধার বিদেশি সিগারেট। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ (সিআইআইডি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক কর্মকর্তারা।

আটক দুইজন হলেন—রাউজান উপজেলার শহিদুল আলম ও আরমান হোসেন।

চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে এয়ার এরাবিয়ার দুটি আলাদা ফ্লাইটে তারা দুজন আলাদাভাবে বিমানবন্দরে অবতরণ করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করা হয় এবং চেক করে এসব জিনিস পাওয়া যায়।

তসলিম আহমেদ জানান, তাদের কাছ থেকে মোট ৪৮০ কার্টন বিদেশি সিগারেট, প্রায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার ও বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুল্ক কর্মকর্তারা জানান, দীর্ঘ দিন ধরে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে ব্যাগেজ সুবিধা ব্যবহার করে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তারা।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

2h ago