শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক...
শেখ হাসিনা। ফাইল ফটো

কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানী ঢাকার কাফরুল এলাকায় গত ১৯ জুলাই ঢাকা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন (১৮) নিহত হন।

রাজনের ভাই মো. রাজীব বাদী হয়ে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এবং শুনানি শেষে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রাথমিক তথ্য বিবরণী আকারে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

Comments