গাজীপুরে নারীর শ্লীলতাহানির চেষ্টাকালে সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

ওই নারী বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করলে পুলিশ জামালকে গ্রেপ্তার দেখায়।
গাজীপুরে নারীর শ্লীলতাহানির চেষ্টাকালে সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার
জামাল উদ্দিন | ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টাকালে জামাল উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

পরবর্তীতে ওই নারী বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করলে পুলিশ জামালকে গ্রেপ্তার দেখায়।

আজ শনিবার দিবাগত রাতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এদিন দুপুরে উপজেলার তরগাঁও গ্রামের বাসিন্দারা জামাল উদ্দিনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে এক গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ এনে জামালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।'

'আমরা তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়েছি। আগামীকাল তাকে গাজীপুর আদালতে তোলা হবে,' বলেন তিনি।

আবু বকর আরও জানান, জামাল উদ্দিনের বাড়িও কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে। তার বাবা মৃত সফিউদ্দিন আহমদ। জামাল উদ্দিন কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

এ ব্যাপারে মত জানতে চাইলে কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আমরা তাকে আগেই দল থেকে বহিষ্কার করেছি।'

Comments