বাসা থেকে ৩ কোটি টাকা জব্দ: সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে

মামলার অপর আসামি শাহ কামালের ব্যবসায়িক অংশীদার নুসরাত হোসেন।
বাসা থেকে ৩ কোটি টাকা জব্দ: সাবেক সেই জ্যেষ্ঠ সচিব শাহ কামাল গ্ৰেপ্তার
শাহ কামাল | ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ রোববার তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ।

মামলার অপর আসামি শাহ কামালের ব্যবসায়িক অংশীদার নুসরাত হোসেন।

গত শুক্রবার মোহাম্মদপুরে সাবেক সচিবের বাসায় অভিযান চালিয়ে তিন কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা অজব করে পুলিশ। পরে শনিবার দিবাগত রাতে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে ও নুসরাত হোসেনকে গ্রেপ্তার করে।

আজ মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডের প্রার্থনায় তদন্ত কর্মকর্তা বলেন, দুই অভিযুক্ত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারের মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ অর্থ উদ্ধার নিয়ে তারা দুজন পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। 

শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯ ও ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments