টাঙ্গাইলে মারুফ হত্যা মামলায় আব্দুর রাজ্জাক-আহসানুল হকসহ আসামি ৫৬

মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
টাঙ্গাইলে মারুফ হত্যা মামলায় আব্দুর রাজ্জাক-আহসানুল হকসহ আসামি ৫৬
আব্দুর রাজ্জাক ও আহসানুল হক টিটু (বাম থেকে) | ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী-জনতার আন্দোলনে টাঙ্গাইল শহরে গুলিবিদ্ধ হয়ে নিহত দশম শ্রেণির শিক্ষার্থী মো. মারুফের মা মোরশেদা বেগম বাদী হয়ে গত রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহম্মেদ শুভ ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাজাহান জয়।

এছাড়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, পৌর মেয়র সিরাজুল হক খান আলমগীরকে আসামি করা হয়েছে।

লোকমান হোসেন জানিয়েছেন, সদর থানার উপপরিদর্শক মো. রেজাউলকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

গত ৫ আগস্ট বিকেলে টাঙ্গাইল সদর থানার কাছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষার্থী-জনতার সংঘর্ষ চলাকালে শাহীন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

Comments