হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে

Mamtaj
মমতাজ বেগম | ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে মিরপুরে হকার মো. সাগর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে আজ তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সাগর। তিনি মারা যাওয়ায় ৩০ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করা হয়। পরে মিরপুর থানায় এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়। 

গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক মামলায় অভিযুক্ত মমতাজ বেগম। এসব মামলার তদন্ত এখনো চলমান।

Comments