জুসার-ব্লেন্ডারের ভেতর থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার, বিমানযাত্রী আটক

উদ্ধারকৃত স্বর্ণের একাংশ। ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার অভিযানে সিলেট ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন এক যাত্রী।

এনএসআইয়ের দেওয়া তথ্য অনুসারে, আজ বুধবার সকালে দুবাই থেকে সিলেটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে তিনটি জুসার ও ব্লেন্ডারের ভেতর লুকিয়ে রাখা এই স্বর্ণ উদ্ধার করা হয়।

স্বর্ণ বহনকারী যাত্রীকে আটকের কথা জানান সিলেট কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ কমিশনারেট কার্যালয়ের সহকারী পরিচালক (সিলেট বিমানবন্দর) সাজেদুল করিম।

এই কর্মকর্তা জানান, আটক হওয়া যাত্রীর নাম হোসাইন আহমদ। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের বাসিন্দা। তিনটি জুসার ও ব্লেন্ডারের ভেতর ১০৫টি স্বর্ণের বার এবং গলিয়ে গোল সিলিন্ডারের আকৃতি দেওয়া চারটি স্বর্ণখণ্ড বহন করছিলেন তিনি। সব মিলিয়ে এই স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি।

সাজেদুল করিম বলেন, 'উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকেও পুলিশের কাছে হস্তান্তর করা হবে।'

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

1h ago