জেনেভা ক্যাম্পের রানীর গলাকাটা মরদেহ মিলল পূর্বাচলে

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে রানী নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের গুতিয়াব এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরের পর তার পরিচয় উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি জানান, রানী ঢাকার জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মো. কাশেম। মরদেহের পরনে নীল রঙের জামা ও ট্র্যাকস্যুট ছিল।

এসআই জাহাঙ্গীর বলেন, গুতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে একটি খালি জায়গায় পড়েছিল রানীর মরদেহ। সকাল আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের গলা ছাড়াও শরীরের আরও কয়েকটি অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মরদেহ থেকে মাত্র কয়েক ফুট দূরে রক্তমাখা একটি ছুরিও পাওয়া গেছে। ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা পুলিশের।

প্রাথমিক তদন্তের বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান, 'ওই নারী রাত বা ভোরের কোনো একটি সময়ে এই স্থানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন'।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে এক ব্যবসায়ীর পলিথিনে মোড়ানো সাত টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় দুজন নারী গ্রেপ্তার হন। তদন্তের পর পুলিশ জানায়, পরকীয়া প্রেমের জেরে 'ক্ষোভের বশে' রাজধানীর একটি বাসায় ওই ব্যবসায়ীকে হত্যার পর তার মরদেহ টুকরো করে পূর্বাচলের লেকে ফেলা হয়।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

3h ago