নিখোঁজের ৫ দিন পর মিলল তরুণের মরদেহ

জাকির হোসেন (১৯) পেশায় একজন ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর কবরস্থান সংলগ্ন একটি খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

মৃত জাকির হোসেন (১৯) পেশায় একজন ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। তিনি বন্দর উপজেলার কদমরসুল কলেজ সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকতেন।

নিহতের বাবা বাদশা আলম বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তার ছেলে জাকির। রাতে বাড়ি না ফেরাতে বন্দর থানায় নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন। তবে সন্তানের কোনো খোঁজ পাননি তিনি। আজ দুপুরে পুলিশ জানায়, তার ছেলের মরদেহ উদ্ধার করেছে তারা।

তার ছেলে হত্যার শিকার বলে অভিযোগ করেন বাদশা আলম।

বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, 'মরদেহটি প্রায় গলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।'

Comments