পারিবারিক বিরোধে ২ ভাইকে ‘পিটিয়ে হত্যা’

mob beating
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্থানীয়রা দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাফতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছমদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ রাত ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময়, ওই দুই ভাইয়ের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

এ ঘটনায় নিহত হয়েছেন মো. ইসলামের ছেলে মোহাম্মদ আলমগীর (৩২) ও জাহাঙ্গীর আলম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা চার ভাই। তারা সবাই প্রবাসী। তাদের অপর দুই ভাই করিম ও রাসেল। তারা সবাই সম্প্রতি চট্টগ্রামে ফিরে আসেন।

স্থানীয়রা জানান, স্ত্রীর সঙ্গে করিমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল এবং তিনি তাকে তালাক দিতে চেয়েছিলেন। তার স্ত্রীর অভিযোগ, ভাইদের পরামর্শেই করিম তাকে তালাক দিতে চাচ্ছিলো। স্থানীয়রা করিমকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করতে বলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এই বিরোধের জের ধরে আজ বিকেলে করিম ও তার তিন ভাই দা নিয়ে করিমের স্ত্রী ও সন্তানদের ওপর হামলা করতে গেলে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং বাধা দেন। এতে তারা চার ভাই স্থানীয়দের ওপরও হামলা করলে অন্তত ছয় জন আহত হন। পরে বিক্ষুব্ধ স্থানীয়দের মারধরে তাদের দুই ভাই গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Israel wants to take control of all of Gaza: Netanyahu

The Israel PM says Israel intends to take military control of all of Gaza and will eventually hand it over to armed forces

1h ago