গাজীপুরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার মুক্তারপুর ইউনিয়নের নাশু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার পরিদর্শক মারুফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত এমদাদুল হক আকলু (৬৫) মুক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

স্থানীয়দের বক্তব্য, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমদাদুল মারা গেছেন।

তবে কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।

জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমদাদুল হক আকলুকে আন্দোলন চলাকালে এলাকার আওয়ামী লীগের লোকজন ধরে পুলিশে দিয়েছিল। আজ সকালে আকলু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে আওয়ামী লীগের ১০-১৫ জন লোক তাকে পিটিয়ে মেরে ফেলেছে।'

এ বিষয়ে মন্তব্য জানতে কালীগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

পরিদর্শক মারুফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত বিএনপি নেতার মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সংঘর্ষে বিএনপি, আওয়ামী লীগ উভয় পক্ষের লোক ছিল। বিস্তারিত পরে জানানো হবে।'
 

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

59m ago