ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার

ভারতের পালানোর সময় সহযোগীসহ বিজিবির হাতে আটক হন ফজলে করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

আজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

বিজিবি জানায়, এ সময় ফজলে করিম চৌধুরীর সঙ্গে থাকা আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন—আখাউড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারা ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে।

 

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

1h ago