নিজের রিকশা রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর সূত্রাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন রিকশাচালক নিহত হয়েছেন। রিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সূত্রাপুরের লোহারপুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম জিন্নাহ (৫২)। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর ভোর সোয়া ৪টার দিকে তিনি মারা যান।

জিন্নাহর বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মালিপাড়া গ্রামে। জুরাইনের আলম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

জিন্নাহকে হাসপাতালে নিয়ে যাওয়া লোহারপুর এলাকার এক গ্যারেজের কর্মচারী মো. সাব্বির হোসেন জানান, রাত ৩টার দিকে সূত্রাপুর ধুপখোলা মাঠের সামনে গ্যারেজে বসেছিলেন তারা। এ সময় রাস্তায় ওই ব্যক্তির চিৎকার শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন তার পিঠে, বুকে ও মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। সঙ্গে সঙ্গে তারা রিকশাচালককে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

এ সময় আহত জিন্নাহ তাদেরকে জানিয়েছিলেন, দুইজন যাত্রীবেশী ছিনতাইকারী তার রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেওয়ায় তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। তবে তারা রিকশাটি নিতে পারেনি।

নিহতের ছেলে মো. ইউসুফ জানান, রাত ১২টার দিকে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়েছিলেন তার বাবা। রাত ৩টার পরে তার মোবাইল থেকেই কল করে তাদেরকে জানানো হয়, ছিনতাইকারীর হামলার মুখে পড়েছিলেন তিনি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তারা হাসপাতালে গিয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পান বাবাকে। ভোরে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সূত্রাপুর থানায় জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, land grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

50m ago