ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

তার বাম পায়ে ২টি এবং বাম কাঁধে ২টি ছুরিকাঘাত রয়েছে।
খিলক্ষেতে ৩ পথচারী নিহত

ঢাকার ফার্মগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই হত্যায় জড়িত সন্দেহে ৪ জনকে আটকের পর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গতকাল ভোরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার (৪১) ২০০২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।

ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. গোলাম সবুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৪ জনকে আটক করেছি এবং তাদের একজন হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত প্রকাশ করা হবে।'

নিজ গ্রামে ঈদ কাটিয়ে শহরে ফেরার পথে গতকাল ভোর সোয়া ৪টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাতে নিহত হন মনিরুজ্জামান।

মর্গ সূত্র জানায়, তার বাম পায়ে ২টি এবং বাম কাঁধে ২টি ছুরিকাঘাত রয়েছে।

 

Comments