আনিসুল, সালমানকে দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে

মামলার আসামিদের মধ্যে আরও আছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খান
আনিসুল হক ও সালমান এফ রহমান

গত ৪ আগস্ট গণআন্দোলনের সময় শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হামজার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. সাইফুজ্জামান আজ মঙ্গলবার এ আদেশ দেন।

গত ৪ আগস্ট বিকেল ৪টার দিকে ফার্মগেটে ফুটওভার ব্রিজের কাছে কবি নজরুল সরকারী কলেজের ছাত্র তাহিদুলকে গুলি করা হয়।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২১ আগস্ট নিহতের ভাই মো. তরিকুল ইসলাম আদালতে শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আদালত তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

এদিকে গত ৫ আগস্ট আন্দোলনের সময় নিহত অটোরিকশা চালক মো. শাহাবুদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন।

কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট পশ্চিম আগারগাঁও মোড়ে গুলিবিদ্ধ হন শাহাবুদ্দিন।

তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় ১৫ আগস্ট আদালতে শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আদালত অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করে তা এফআইআর হিসেবে নথিভুক্ত করতে শেরেবাংলা নগর থানাকে আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Army chief mentions interim govt time frame for the first time

"If you ask me, then I will say 18 months should be the time frame by which we should enter into a democratic process," he said

2h ago