সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর ও সিনিয়র সচিব আমিনুল ৩ দিনের রিমান্ডে

নজিবুর রহমান ও আমিনুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

সাবেক এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

গত বছরের ২৮ অক্টোবর পল্টনে যুবদল নেতা শামীম মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় আজ সোমবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

এ বছরের ১৪ সেপ্টেম্বর নিহতের বাবা মো. ইউনুস মিয়া বাদী হয়ে পল্টন থানায় আওয়ামী লীগের শীর্ষনেতা ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ৭০৪ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ১২ হাজার জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে নাম না থাকলেও পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস আজ নজিবুর ও আমিনুলকে গ্রেপ্তার দেখানোর ও ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের দুজনই ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং তারা বিএনপির ওপর হামলা ও জনসভা বানচাল করতে প্ররোচিত করে। মামলার অপর আসামিদের খবর জানতে তাদের রিমান্ডে নেওয়া দরকার।

গতকাল দুপুরে ঢাকার বনানী থেকে আমিনুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অপরদিকে আজ ভোরে রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নজিবুর রহমানকে।

 

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

45m ago