অবসরের আগের দিন পদোন্নতি, পরদিন পেলেন চুক্তিভিত্তিক নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমানের অবসরে যাওয়ার কথা ছিল গতকাল মঙ্গলবার। 
মো. মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমানের অবসরে যাওয়ার কথা ছিল গতকাল মঙ্গলবার। 

অবসরের আগের দিন সোমবার তাকে সিনিয়র সচিব করা হয়। আর আজ বুধবার তার চাকরির মেয়াদ আরও ১ বছর বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে ২৫ মে থেকে ১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের সঙ্গে সঙ্গে তার অবসর-পরবর্তী ছুটি এবং আনুষঙ্গিক সুবিধা স্থগিতের কথাও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
 

Comments