৮ হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ৪৩ দিনের রিমান্ডে

গত ৪ সেপ্টেম্বর উত্তরা থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

আটটি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, এ নিয়ে সাবেক এই আইজিপির মোট ৬১ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

আজ আদালত রাজধানীর যাত্রাবাড়ীতে সাতজন নিহতের ঘটনায় দায়ের করা সাতটি মামলায় ৩৮ দিন ও নিউমার্কেট এলাকায় তাহির জামান প্রিয় (২৭) নিহতের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ সেপ্টেম্বর উত্তরা থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন মামুন।

Comments

The Daily Star  | English
Mahmudullah

Mahmudullah announces retirement from T20Is after India series

Mahmudullah Riyad has announced that he will retire from T20Is after the completion of the ongoing three-match T20I series between Bangladesh and India. He made the announcement in the pre-match press conference before the second T20I in Delhi. 

1h ago