সেন্ট মার্টিনের কাছে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত ও দুইজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, গতকাল দুপুরে এই ঘটনা ঘটে। নিহত জেলের নাম ওসমান গণি। তার বয়স ৫৫ বছর। ওসমানের বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের কোণাপাড়া গ্রামে।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আদনান চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'মিয়ানমারের নৌবাহিনী অন্তত ৪০ জেলেকে আটক করেছিল। পরবর্তীতে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে।'

তিনি জানান, ওসমানের মরদেহ ও আটক জেলেদের মধ্যে ১১ জনকে আজ সন্ধ্যায় কোস্টগার্ড টেকনাফে ফিরিয়ে এনেছে।

শাহপরীর দ্বীপের নৌকা মালিক সাইফুল ইসলাম জানান, তাদের নৌকাটি বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরছিল।

'তবে প্রবল স্রোতে কয়েকটি নৌকা মিয়ানমারের জলসীমায় চলে যায়। তখন সময় আনুমানিক দুপুর আড়াইটা। মিয়ানমারের নৌবাহিনী জেলেদের নৌকা লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই ওসমান নিহত হন। পরে তারা ওই এলাকায় পাঁচ থেকে ছয়টি নৌকায় থাকা ৫০ থেকে ৬০ জন জেলেকে আটক করে নিয়ে যায়,' বলেন সাইফুল।

এর আগে গত সোমবার নাফ নদীতে মাছ ধরতে যাওয়া পাঁচ জেলেকে অপহরণ করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গতকাল বিজিবি তাদের ফেরত নিয়ে এসেছে।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago