মোহাম্মদপুরে কাঁচাবাজার কমিটির সভাপতি ও তার ভাই গুলিবিদ্ধ

ধারণা করা হচ্ছে, বাজার দখলকে কেন্দ্র করে এই হামলা হয়েছে।
ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় মোহাম্মদীয় হাউসিং লিমিটেড কাঁচাবাজার কমিটির সভাপতি ও তার ভাই দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্বৃত্তদের গুলিতে আবুল হোসেন (৫০) ও তার ছোট ভাই মাহবুব (৪২) আহত হয়েছেন। বর্তমানে তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ইফতেখার বলেন, 'বেশ কিছু দিন ধরে আবুল হোসেনকে পদ ছাড়ার জন্য একটি পক্ষ চাপ দিচ্ছিল। ধারণা করা হচ্ছে, বাজার দখলকে কেন্দ্র করে এই হামলা হয়েছে।'

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, 'দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে তিনজন এসেছিল। 
তারা আবুল হোসেনের অফিসে গিয়ে গুলি চালায়। আবুলের পায়ে ও মাহবুবের পিঠে গুলি লাগে। লোকজন ভিড় করায় তারা মোটরসাইকেলটি ফেলেই পালিয়ে যায়। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।'

Comments

The Daily Star  | English
Land Minister Saifuzzaman Chowdhury

Confiscate immovable assets of ex-land minister, wife: court

A Dhaka court has ordered the authorities concerned to confiscate the immovable foreign assets owned by former land minister Saifuzzaman Chowdhury and his wife Rukhmila Zaman

3h ago