শ্রমিক দলের কর্মী নিহত: শেখ হাসিনাসহ ২৩৭ জনের বিরুদ্ধে মামলা

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে শ্রমিক দলের কর্মী আব্দুল হান্নানের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের শ্যালক দিপুকুল ইসলাম।
মঙ্গলবার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে এটি নিবন্ধন করতে বলেন।
মামলার অন্য আসামির মধ্যে আছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান ও শামীম ওসমান।
অভিযোগে বাদী বলেন, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার সামনে তার বোনের স্বামীকে গুলি করে হত্যা করা হয়।
সবমিলিয়ে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে এখন ২২৭টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ১৯৫টি হত্যা, ১৬টি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা, তিনটি অপহরণ, ১১টি হত্যাচেষ্টা এবং একটি বিএনপির মিছিলে হামলার অভিযোগে করা হয়েছে।
Comments