বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে চাপা দেওয়া বাসচালক আটক

বরিশাল
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মায়েশা ফাওজিয়া মিম নিহত হওয়ার ঘটনায় চালক মো. জামিল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ চালককে পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জামিল ওই এলাকার হায়দার হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জামিলকে ধরতে প্রথমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে তাকে না পেয়ে মরিচবুনিয়ায় অভিযান চালানো হয়।

ওসি জানান, চালককে আটকের পাশাপাশি অন্য দাবিগুলো মেনে নেওয়ায় সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বুধবার রাত ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন মিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

7h ago