র‍্যাব বিলুপ্তির দাবি র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিমন হোসেন। ছবি: সংগৃহীত

র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়ে সংস্থাটির সাবেক কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেছেন র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের লিমন বলেন, 'ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের সময় আমার ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এখন বিচার পাওয়ার আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি।'

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক র‌্যাব কর্মকর্তা জিয়াউল আহসান, র‌্যাব-৮ এর সাবেক কর্মকর্তা রাশেদসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন ২০১১ সালের ২৩ মার্চ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র‍্যাবের গুলিতে আহত হন। উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাম পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। এতে চিরতরে পঙ্গু হয়ে যান লিমন।

ক্ষতিপূরণ দাবি করে লিমন বলেন, 'র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ। ক্ষমতার অপব্যবহার করে গুম, হত্যা, চাঁদাবাজিসহ নানা ধরনের অভিযোগ আছে। তাই আমি র‌্যাব বিলুপ্তির দাবি জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ সরকারের আমলে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ দিতে পারিনি। অবশেষে আজ তাদের বিশেষভাবে চিহ্নিত করে অভিযোগ দায়ের করেছি।'

লিমন আহত হওয়ার পর তার মা ২০১১ সালের ১০ এপ্রিল ঝালকাঠি আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

২০১৩ সালে পিরোজপুরের কাউখালী কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন লিমন। ২০১৮ সালে ঢাকা সাভারে গণ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

২০২০ সালের ১২ ফেব্রুয়ারি লিমন গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগদান করেন। পরের বছর আইন বিভাগের সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

HC clears way for Ishraque’s oath as DSCC mayor

“If they don’t administer the oath, a contempt of court proceedings will be initiated against them"

1h ago