কুষ্টিয়ায় সেনা অভিযানে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার, আটক ৩

দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ছবি: স্টার

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশে তৈরি শটগান, একটি এয়ারগান ও নয়টি ককটেলসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। 

গতরাত ২টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় বাড়িতে অস্ত্র রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- পিয়ারপুর গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে জারিফ ইসলাম জিমি, জগন্নাথপুরের মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও আব্দুল মান্নানের ছেলে সোহাগ।

দুপুরে কুষ্টিয়া আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল।
 
এ ছাড়া, অভিযানে নয়টি ককটেল ও ১৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চারটি কার্তুজ ও পাঁচটি হাঁসুয়াসহ কিছু ধারাল ছুরি উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O, A level exams

The tagline of this year's programme is "Saluting the nation builders of tomorrow".

16m ago