জিয়াউল আহসানের দাবি: আয়নাঘরের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই

জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত

সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেছেন, আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন বন্দিশালার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা জিয়াউল আহসান বলেন, 'আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না।'

এর আগে একসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা জিয়াউলের বিরুদ্ধে আনীত অভিযোগ অভিযোগ পড়ে শোনান প্রসিকিউশন।

পরে ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন।

অভিযুক্তদের আদালতে বক্তব্য রাখার বিধান না থাকলেও সাবেক এই সেনাসদস্যকে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। তখন তিনি বলেন, এনটিএমসিতে তিনি প্রযুক্তিগত কাজ দেখভালের দায়িত্বে ছিলেন।

জিয়াউলের আইনজীবী ও বোন নাজনীন নাহার আত্মপক্ষ সমর্থনে বলেন, 'এনটিএমসি কখনো কাউকে অনুসরণ করেনি।'

Comments

The Daily Star  | English

Will resign if any pressure from govt regarding polls: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

11m ago