জামিন নামঞ্জুর, চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ

সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়। ছবি: রাজিব রায়হান/স্টার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের এক আদালত।

প্রায় দেড় ঘণ্টা শুনানি শেষে আজ মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এ আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী স্বরূপ কান্তি নাথ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। তবে আদালত তার সামাজিক এবং ধর্মীয় অবস্থান বিবেচনা করে তার জন্য ডিভিশন মঞ্জুর করেছেন।'

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে চিন্ময়ের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু করেন। 

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির বলেন, 'অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।'

গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। ওই সমাবেশের পরপরই গত ৩১ অক্টোবর ইসকনের চট্টগ্রামের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মামলার পর ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়।

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

16m ago