আইনজীবী সাইফুল হত্যা: পুলিশের মামলায় গ্রেপ্তার আরও ৩

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও নিহত আইনজীবী সাইফুল ইসলাম (ইনসেটে)। ছবি: স্টার

চট্টগ্রামে গত মঙ্গলবার ইসকনের সাবেক নেতা এবং সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের অনুসারী, আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী ডেপুটি কমিশনার কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতরাতে নতুন করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—বাবলা ধর, সজল শীল ও দুর্লভ।

তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রায় ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো হত্যা মামলা দায়ের করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ এ ঘটনায় ১৪০০ জনকে আসামি করে মোট ৩টি মামলা করেছে। তবে, মামলাগুলো পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, দাঙ্গা-ভাঙচুরের অভিযোগে করা।

Comments

The Daily Star  | English
Mirza Abbas's bail

Mirza Abbas doubts timely election under interim govt

"Prof Muhammad Yunus has placed us in an embarrassing situation by suggesting that the election will be held in December or June"

9m ago