জামিন পেলেন বেরোবি শিক্ষক মাহমুদুল হক

মাহমুদুল হকের মুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রংপুরে এক মুদি দোকানিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক জামিন পেয়েছেন।

আজ রোববার বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোছা. মার্জিয়া খাতুন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ জামিন আবেদন করা হলে বিচারক মো. সোয়েবুর রহমান শুনানির জন্য মঙ্গলবার (২৪ জুন) দিন ধার্য করেন। পরে তার আইনজীবীরা জজ আদালতে জামিন আবেদন করলে মহানগর দায়রা জজ আদালত সেটি গ্রহণ করে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

মাহমুদুল হকের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, যে মামলায় মাহমুদুল হককে আসামি করা হয়েছে, সেই মামলার বাদীও তাকে চেনেন না। এমনকি মামলার ঘটনার সময় তিনি কীভাবে সেখানে ছিলেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

জামিনের আগে-পরে রংপুর আদালত এলাকায় বিক্ষোভ করেছেন বেরোবির দুই শতাধিক শিক্ষার্থী। তারা মাহমুদুল হককে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে দাবি করে মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

বেরোবি শিক্ষার্থী পারভেজ হাসান বলেন, বিচারক মাহমুদুল হক স্যারের জামিন মঞ্জুর করেছেন। এতে আমরা খুশি। কিন্তু মামলাটি ষড়যন্ত্রমূলক—এটি প্রত্যাহার করতে হবে। যারা ষড়যন্ত্রে জড়িত, তাদের বিচার চাই। প্রয়োজনে আমরা রাজপথে নামব।

মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন বলেন, অবশেষে বিজ্ঞ আদালত আমার স্বামীকে জামিন দিয়েছেন। এতে আমরা স্বস্তি পেয়েছি। বেরোবির শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও আইনজীবীরা পাশে ছিলেন। এখন আমরা চাই, তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা হোক।

২০২৪ সালের ২ আগস্ট রংপুর নগরীর ১২ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর এলাকার মুদির দোকানী ছমেছ উদ্দিন (৬৫) স্ট্রোক করে মারা যান। এর ঘটনার প্রায় ১০ মাস পর গত ৩ জুন নিহতের স্ত্রী আমেনা বেগম (৬০) রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার একটি হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪ জনকে আসামি করা হয়েছে। এতে শিক্ষক মাহমুদুল হককে ৫৪ নম্বর আসামি করা হয়।

মামলাটি রেকর্ড করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ এবং তিনি নিজেই তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন।

১৯ জুন বিকেল সাড়ে ৩টায় রংপুর মহানগরীর ধাপ এলাকার নিজ বাসা থেকে মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক।

Comments

The Daily Star  | English

Scorched at work: Global report revealed dire heat risks for workers

A joint report released by the World Health Organisation (WHO) and the World Meteorological Organisation (WMO) exposed the growing dangers of extreme heat on workers’ health and productivity worldwide.

34m ago